ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিডনিতে যাত্রীবাহী জাহাজে করোনা ভাইরাসে আক্রান্ত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
সিডনিতে যাত্রীবাহী জাহাজে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে নোঙর করা যাত্রীবাহী জাহাজে তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সিডনিতে নোঙর করা যাত্রীবাহী জাহাজ ‘রুবি প্রিন্সেস’-এর দুই যাত্রী ও একজন ক্রু কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে একজন গুরুতর অসুস্থ।

তাসমানিয়ায় আরেক যাত্রী শারীরিকভাবে অসুস্থ এবং সম্ভাবনা রয়েছে তিনি নিজেও এ রোগে আক্রান্ত।

নিউজিল্যান্ড থেকে আসা এ জাহাজটি থেকে যারা শহরে নেমে গেছেন, তাদের পরিচয় শনাক্ত করার কাজ করছে কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড জানান, জাহাজটিতে ১১শ’রও বেশি ক্রু মেম্বার এবং প্রায় ২৭শ’ যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত সন্দেহে ১৩ জনের পরীক্ষা করা হয়েছে। জাহাজে আরও কোভিড-১৯ রোগী থাকার আশঙ্কা রয়েছে।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৮৭৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন সাতজন। সংক্রমণ রোধে সামাজিকভাবে দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। জনগণকে একে অপর থেকে অন্তত চার বর্গমিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

প্রান্তিক আদিবাসী অঞ্চলে আসা-যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী সপ্তাহে অভ্যন্তরীণ ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে বলে সতর্ক করেন মরিসন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।