রোববার (২২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ জনতা কারফিউয়ের ডাক দেন।
রোববারের কারফিউতে কার্যত অচল হয়ে গিয়েছিল গোটা ভারত। ১৪ ঘণ্টার অভূতপূর্ব এ কারফিউতে জনশূন্য হয়ে গিয়েছিল দেশটির জনসমাগমের সব স্থান।
দিল্লির ঐতিহ্যবাহী ‘ইন্ডিয়া গেট’ একদম জনশূন্য।
মুম্বাইতে বন্ধ রয়েছে অটোরিকশা চলাচল।
লখনৌর বিখ্যাত আম্বেদকর পার্কজুড়ে নীরবতা।
লক্ষনৌর বিখ্যাত রুমি দরওয়াজা ও ইমামবাড়াও কারফিউর কারণে জনশূন্য।
রোববার দিল্লিতে মাত্র ৫০ শতাংশ বাস চলছে।
জনতা কারফিউতে জনশূন্য ভারতের এলাহাবাদ হাইকোর্ট।
পরীক্ষামূলক এ কার্যক্রমের পর ধীরে ধীরে গোটা ভারত লকডাউন করে দেওয়া হতে পারে। এরইমধ্যে সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টা থেকে কলকাতা লকডাউনের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এফএম