ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে ইরানে আরও ১২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
করোনা ভাইরাসে ইরানে আরও ১২৯ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণে ইরানে গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ মার্চ) এক ইরানি স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের মৃত্যুসহ ইরানে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬৮৫ জন।

এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৮ জন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ২১ হাজার ৬৩৮। তাদের মধ্যে ৭ হাজার ৯১৩ জন সুস্থ হয়েছেন বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।

বিশ্বজুড়ে ৩ লাখ ১৬ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ছয়শতাধিক মানুষ। বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে রোগটি ছড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।