ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে এবার ২৪ ঘণ্টায় ৪১০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
করোনা: স্পেনে এবার ২৪ ঘণ্টায় ৪১০ মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) সবশেষ ২৪ ঘণ্টায় আরো ৪১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৮২ জনে। স্পেনে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু।

সোমবার (২৩ মার্চ) স্প্যানিশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক করোনা ভাইরাস পরিসংখ্যান ওয়েবসাইট ওয়াল্ডো মিটার এ তথ্য জানায়।  

গত ২৪ ঘণ্টায় দেশেটিতে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৪ হাজার ৩শ ২১ জন।

মোট আক্রান্ত ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩শ ৫৫ জন।

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। মৃত্যু ১৫৩০৭ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪৫ জন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।