ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৩৮৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনায় ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৩৮৫ জনের করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় মাদ্রিদের রাস্তায় মাস্ক পরিহিত এক দম্পতি

করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ স্পেনে নতুন করে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৯৬ জনের।

মঙ্গলবার (২৪ মার্চ) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৩৭ জন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জানায় জরিপ সংস্থাটি।

স্পেনে মোট ৩৯ হাজার ৬৩৭ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৭৯৪ জন সুস্থ হয়েছেন।

নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর মঙ্গলবার পর্যন্ত ১৯৬টি দেশে ছড়িয়েছে এ রোগ। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩ লাখ ৯১ হাজার ৯৪৭ জন ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ১৭ হাজার ১৩৮ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৪৪ জন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।