মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদে জানানো হয়, ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে ৩৬৭ জন, স্কটল্যান্ডে ১৩ জন, ওয়েলসে ৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ৬ জনের ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যে প্রথম ৩০ জানুয়ারি ভাইরাস সংক্রমণের পর ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককসহ এ পর্যন্ত দেশটিতে ২২ হাজারের বেশি রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৩৫ জন সুস্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত ৩৯ হাজার ৪৪ জন মারা গেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৪২৬ জন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় ৫ লাখ ৯২ হাজার ৭১ জন।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এবি