ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রও ছাড়িয়ে গেলো চীনকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রও ছাড়িয়ে গেলো চীনকে

ঢাকা: করোনা (কোভিড-১৯) ভাইরাসে মৃত্যুর দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৪০০-এর বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতালি ও স্পেনের পরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা দেশটিতে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, করোনা ভাইরাসে নিহতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র চীনকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ হাজার ৪০০ জন এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্র এখন ইতালি ও স্পেনের পরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যায় রয়েছে। দেশটিতে ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসের বিস্তার রোধে চলাচলে আরও বিধিনিষেধ করা হচ্ছে।

এদিকে স্পেন, যুক্তরাজ্য এবং ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে ৮ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
ইএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।