ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় ২৪ ঘণ্টায় ভারতে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনায় ২৪ ঘণ্টায় ভারতে ১২ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুসহ করোনা ভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত ৫০ জন মারা গেছেন।

এছাড়া, নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩২৮ জন কোভিড-১৯ রোগী। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫১ জন।

এদিকে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওই বস্তিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস করেন। মুম্বাইয়ের ঠিক কেন্দ্রে অবস্থিত ওই বস্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ঝুঁকিতে রয়েছেন বিশাল সংখ্যক মানুষ।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।