ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে নবজাতকের মৃত্যু ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এক টুইটে কানেক্টিকাটের গভর্নর এ হৃদয় বিদারক খবর দেন।

তিনি জানান, রাজধানী হার্টফোর্ডে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ছয় সপ্তাহ বয়সী এক মেয়ে শিশু মারা গেছে।

ওই শহরের মেয়র লিউক ব্রোনিন বলেন, ‘আমরা দেখলাম এ রোগ আগে থেকে অনুমান করার মতো নয় এবং এটি যে কোনো বয়সের মানুষের জন্যই প্রাণঘাতী। ’

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৫১৫ এবং মারা গেছেন ৫ হাজার ১১৯ জন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।