ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৬৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনায় যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৬৯ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনায় নাকাল যুক্তরাজ্যে মৃত্যুর মিছিল দীর্ঘ করতে যেনবা প্রতিযোগিতায় নেমেছে একেকটি দিন। পরের দিন এসে ভেঙে দিচ্ছে আগের দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে করোনা ভাইরাসের কবলে ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয় ৫৬৩ জনের। গতকাল পর্যন্ত সেটিই ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যু।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১ এপ্রিল করোনা ভাইরাসে দেশটিতে নতুন করে ৫৬৯ জন মারা যান।

এতে করে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২১ জনে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, স্থানীয় সময় ২ এপ্রিল সকাল ৯টার আগ পর্যন্ত যুক্তরাজ্যে মোট ১ লাখ ৬৩ হাজার ১৯৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৭১৮ জনের করোনা পজিটিভ এসেছে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।