ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিএনএন উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
সিএনএন উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (৩ এপ্রিল) এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেই এ খবর জানিয়েছেন বলে জানায় সিএনএন।

একদিন আগে থেকে তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি টেস্ট করেন।

শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর। ’

বাল্ডউইন সিএনএন এর দ্বিতীয় উপস্থাপক যার করোনা পজিটিভ পাওয়া গেছে। ক্রিস কুয়োমো নামে আরেক উপস্থাপকেরও করোনা ধরা পড়ে চলতি সপ্তাহের প্রথমে।  

ব্রুক বাল্ডউইন কাজ করেন সিএনএন এর নিউ ইয়র্ক সিটির অফিসে। তিনি সব নিয়মকানুন মেনে চলছেন এবং শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দার সামনে ফিরবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।  

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।