ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে ১ দিনেই করোনায় মৃত্যু ১১২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ফ্রান্সে ১ দিনেই করোনায় মৃত্যু ১১২০ ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ফ্রান্সের এক হাজার একশ ২০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ফ্রান্সে মৃতের সংখ্যা ছিল এক হাজার তিনশ ৫৫ জন। এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার পাঁচশ সাতজন।

শনিবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। মারা গেছে ৫৮ হাজার একশ ৪৯ জন।

ইতালিতে ২৪ ঘণ্টায় আরো মারা গেছে সাতশ ৬৬ জন। দেশটিতে মোট মারা গেছে ১৪ হাজার ৬৮১ জন। যুক্তরাষ্ট্রে সাতশ ৩৩ জনসহ মোট মারা গেছে ছয় হাজার আটশ তিনজন। এর আগে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ছয়শ ৮৪ ও স্পেনে পাঁচশ ৮৭ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।