শনিবার (০৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদে জানানো হয়, ভাইরাস সংক্রমণে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ২৬জন আক্রান্ত হয়েছেন।
৩১ জানুয়ারি স্পেনে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের পর দেশটিতে শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২১৯ জন।
২০১৯ সালের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ দেখা যায়। শনিবার পর্যন্ত ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মোট ১১ লাখ ৩৩ হাজার ৪৫২ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ভাইরাস সংক্রমণে মারা গেছেন ৬০ হাজার ৩৭৮ জন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এবি