স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা জনস হপকিন্স এ তথ্য জানায়।
জনস হপকিন্স জানায়, এখন পর্যন্ত সারা বিশ্বে ১২ লাখ ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ১১ হাজার ৩০১ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এরপরেই আছে ইউরোপের দেশ স্পেন। সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৮ জনের। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৯৪৭ জন। এছাড়া এরপরই আছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৩২ জনের। এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন। এটিই এখন পর্যন্ত কোনো দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
এইচজে