ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার হার ক্রমাগত আরও বেড়েই চলেছে। প্রতিটি দিন আগের চেয়েও দ্রুতগতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা। সর্বশেষ তথ্য অনুসারে, এরই মাঝে সারা দুনিয়ায় কভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৬৫ হাজার মানুষের। 

স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা জনস হপকিন্স এ তথ্য জানায়।  

জনস হপকিন্স জানায়, এখন পর্যন্ত সারা বিশ্বে ১২ লাখ ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭০৩ জন।  

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ১১ হাজার ৩০১ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এরপরেই আছে ইউরোপের দেশ স্পেন। সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৮ জনের। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৯৪৭ জন। এছাড়া এরপরই আছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৩২ জনের। এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন। এটিই এখন পর্যন্ত কোনো দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।