ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বিরোধীদলের পার্লামেন্ট বর্জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
শ্রীলঙ্কার বিরোধীদলের পার্লামেন্ট বর্জন

কলম্বো: সংবিধান সংশোধনের বিরোধীতা করে বুধবার পার্লামেন্ট বর্জন করেছে শ্রীলংকার বিরোধীদল ইউনাইটেড ন্যাশনাল পার্টি। বিরোধী দলের দাবি সংবিধান সংশোধনের বিষয়টি অগণতান্ত্রিক এবং এজন্য সরকার বিরোধীদের ওপর চাপ প্রয়োগ করছে।

 

প্রেসিডেন্ট রাজাপাকশের তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য সংবিধানের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

বিরোধী দলের সাধারন সম্পাদক তিসা আতানায়কা অভিযোগ করে বলেন, ‘সরকার সংবিধান সংশোধনে আমাদের সদস্যদের কাছে ভোট আদায়ের জন্য অগণতান্ত্রিক আচরন করছেন। বিরোধী দলের অনেককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চেয়েছে এবং সমর্থন না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে হাজতে আটকে রাখারও হুমকি দিচ্ছে’।

২০১৬ সালে মাহেন্দ্র রাজাপাকসে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার বাধা দূর করতে সংবিধান সংশোনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনটি সংশোধন করতে শ্রীলঙ্কার ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফিডম অ্যালিয়েন্স দলের ১৫০ ভোট প্রয়োজন, কিন্তু ২২৫ আসনের পার্লামেন্টে তাদের আসন রয়েছে ১৪৪।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।