সোমবার (০৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
অভিবাসী শ্রমিকদের দু’টি ডর্মিটরিতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
এসব অভিবাসী শ্রমিকের বেশিরভাগই দক্ষিণ এশিয়া থেকে আগত পুরুষ, যারা নির্মাণকাজের সঙ্গে যুক্ত।
কোয়ারেন্টিনে থাকা অবস্থায় শ্রমিকরা বেতন ও তিনবেলা খাবার পাবেন। তবে ডর্মিটরিতে অপরিচ্ছন্নতা ও জনবহুলতা নিয়ে অভিযোগ করেছেন অনেকে।
সরকার জানায়, ডর্মিটরিগুলোতে সংক্রমণ বাড়তে থাকায় শ্রমিকদের নিরাপত্তা এবং জনগণকে সুরক্ষার জন্য তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সিঙ্গাপুরের কার্যক্রম প্রশংসিত হলেও গণসংক্রমণ বাড়তে শুরু করেছে সেখানে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত এক হাজার তিনশতাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ছয়জন।
রোববার (০৫ এপ্রিল) ১২০ জন রোগী শনাক্ত হয়েছেন, যা একদিনে সর্বাধিক। সংক্রমণ রোধে মঙ্গলবার (০৭ এপ্রিল) থেকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সিঙ্গাপুরে প্রায় ৫৭ লাখ মানুষের বাস, যাদের মধ্যে বিদেশি শ্রমিকের সংখ্যা ১৪ লাখেরও বেশি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এফএম