ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে কমছে মৃতের সংখ্যা, ২৪ ঘণ্টায় ৬৩৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
করোনা: স্পেনে কমছে মৃতের সংখ্যা, ২৪ ঘণ্টায় ৬৩৭ মৃত্যু

করোনা সংক্রমণে ব্যাপক প্রাণহানির পর স্পেনে গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। শেষ খবর পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে এ ভাইরাসে নতুন করে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ২৭৩ জন। 

এর আগের দিন ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় মৃত্যু হয় ৬৭৪ জনের। চত্যুর্থ দিনের মতো দেশটিতে মৃতের হার কমা বজায় রয়েছে।

ধীরে ধীরে এ হার আরও কমতে পারে আশা করা হলেও, ভবিষ্যত এখনও অনিশ্চিত।  

সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে এ তথ্য পাওয়া যায়।  

করোনায় মৃত্যুর দিক দিয়ে স্পেন এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ৫৫। আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৩২ জন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।