ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা রোগীদের চিকিৎসা দেবেন ডাক্তার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
করোনা রোগীদের চিকিৎসা দেবেন ডাক্তার প্রধানমন্ত্রী

তিনি প্রধানমন্ত্রী। এর আগে পেশায় ছিলেন চিকিৎসক। করোনা মহামারিতে নিজের সেই পেশা আবারও কাজে লাগাতে যাচ্ছেন তিনি। জানিয়েছেন, করোনা মোকাবিলায় হাসপাতালে ডিউটি করবেন। চিকিৎসা দেবেন করোনা রোগীদের। 

হ্যাঁ, তিনি আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার।

চিকিৎসক হিসেবে নিজের নাম আবার নিবন্ধিত করেছেন তিনি।

প্রতি সপ্তাহে তিনি এক শিফটে করোনা রোগীদের সেবা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র।

পরিবারের প্রায় সবাই চিকিৎসক হলেও তিনি ওই পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সিদ্ধান্ত ভুল ছিল না। এখন তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী।  

জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত এই প্রধানমন্ত্রী চিকিৎসা পেশায় চিলেন ৭ বছর।  

২০১৩ সালে চিকিৎসকের নিবন্ধন তালিকা থেকে নিজের নাম মুছে নেন।  

তার দেশে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭৪ জন।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।