মঙ্গলবার (০৭ এপ্রিল) মহাকাশে বাণিজ্যিকভাবে খনন কার্যক্রমের নীতিমালা সংবলিত একটি নির্বাহী আদেশে সই করে তিনি এ চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করে সংস্থাটি। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রসকসমস জানায়, সোমবার (০৬ এপ্রিল) সই করা এ নির্বাহী আদেশে মহাকাশে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ ক্ষতিগ্রস্ত হলো।
এতে বলা হয়েছে, ‘মহাকাশের সম্পদ ব্যবহারে এবং সরকারি ও বেসরকারি সম্পদ পুনরুদ্ধারে নিরাপদ ও টেকসই কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মধ্যস্থতায় যাবে যুক্তরাষ্ট্র। ’
মার্কিন নাগরিকদের এ কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার আছে উল্লেখ করে এতে বলা হয়, ‘মানবিক ক্রিয়ার জন্য আইনত ও বস্তুগতভাবে অনন্য এক পরিসর মহাকাশ। একে বৈশ্বিকভাবে সর্বজনীন মনে করে না যুক্তরাষ্ট্র। ’
রসকসমসের দাবি, মহাকাশে সব মানুষের অংশ রয়েছে- এ ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মহাকাশ দখলের চেষ্টা এবং অন্য গ্রহ বাজেয়াপ্ত করার আক্রমণাত্মক পরিকল্পনা রয়েছে দেশটির, যা অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কবিরোধী।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও মহাকাশে কার্যক্রম পরিচালনায় একে অপরকে সহযোগিতা করে আসছে দেশ দু’টি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘মহাকাশ ব্যক্তিমালিকানাধীন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তবে এ আদেশের মাধ্যমে সে চেষ্টা করা হচ্ছে কিনা তা এখনই বলা কঠিন। ’
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এফএম