ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডে ২৪ ঘণ্টায় আরও ৭৫৮ মৃত্যু, মোট ৫৬৫৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
ইংল্যান্ডে ২৪ ঘণ্টায় আরও ৭৫৮ মৃত্যু, মোট ৫৬৫৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৬৫৫ জনে।  

মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ তথ্য জানায়।  সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

খবরে বলা হয়, নতুন করে মৃতদের মধ্যে লন্ডনের বাসিন্দা ২২৪ জন। এছাড়া স্কটল্যান্ডের ২৯৬ ও ওয়েলসের ২১২ জন রয়েছেন।  

এনএইচএস জানায়, সোমবার ইংল্যান্ডে করোনায় আক্রান্ত মোট মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ৮৯৭।  

ওয়েলসের পাবলিক হেলথ জানিয়েছে, সরকারি হিসেব অনুসারে প্রকাশিত মৃতের সংখ্যার চেয়ে করোনায় আক্রান্ত প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।