ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে করোনা ঠেকাতে মদপান, বিষক্রিয়ায় ৬শ’রও অধিক মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
ইরানে করোনা ঠেকাতে মদপান, বিষক্রিয়ায় ৬শ’রও অধিক মৃত্যু 

ইরানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই একটি গুজব ছড়িয়ে পড়ে যে, মদ পান করলে এ ভাইরাস ধ্বংস হয়ে যায়। ওই গুজবে কান দিয়ে অনেকেই তখন ঢালাওভাবে মদ পান করতে শুরু করেন। এর ফল হয় ভয়াবহ। বিষক্রিয়ায় মারা যান শত শত মানুষ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত মদপানে এ ধরনের বিষক্রিয়ায় ইরানে ৬শ’রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

মঙ্গলবার (৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, করোনার হাত থেকে বাঁচতে অবৈধভাবে প্রস্তুত মদপানে এখনও দেশটিতে ৩ হাজারের মতো মানুষ অসুস্থ রয়েছেন।

 

অবৈধভাবে মদ প্রস্তুতের সঙ্গে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে  ইরানের বিচারবিভাগের মুখপাত্র।  

ইরানে এখন পর্যন্ত ৬২ হাজার ৫শ’রও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮৭ জনের।  

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।