মঙ্গলবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য দেয়।
আল জাজিরা জানায়, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার মানুষ মারা গেছে।
এদিকে নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে। গত ৫ দিনের মধ্যে সর্বোচ্চ মৃতের রেকর্ড হয়েছে স্পেনে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪৩ জন।
এদিকে করোনার সংক্রমণ এড়াতে জাপান সরকার মঙ্গলবার সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। অন্যদিকে আংশিক জরুরি অবস্থা ঘোষণা করেছে সিঙ্গাপুর। অন্য দেশগুলো বাড়িতে থাকার জন্য তাদের নাগরিকদের নির্দেশ দিয়েছে।
আল জাজিরার দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ। এসময় মারা গেছে ৭৪ হাজার ৫০০ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৫ হাজার মানুষ।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমএইচ/ইউবি