ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: নিউইয়র্কে রেকর্ড গড়া মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
করোনা: নিউইয়র্কে রেকর্ড গড়া মৃত্যু মৃতদেহ নিয়ে চলেছেন এক স্বাস্থ্যকর্মী

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড ৭৩১ জন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

এর আগে একদিনের ব্যবধানে এত বেশি সংখ্যক করোনা আক্রান্ত রোগী মারা যায়নি রাজ্যটিতে।

নিউইয়র্কে ইতোমধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪৮৯ জন, এমনটাই জানিয়েছেন রাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো।  

তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আরও ৭৩১ জনকে হারিয়েছি আমরা। তাদের পরিবার আছে, মা আছে, বাবা আছে, বোন আছে, ভাই আছে। তাই নিউইয়র্কবাসীর জন্য আজ আবারও অনেক কষ্টের দিন। ’ 

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।