বুধবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এ সব তথ্য জানায়।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বড় লাফ দিয়েছে।
এদিকে এ অবস্থায় আগামীতে ১৪ এপ্রিলের পরও লকডাউন বাড়ানো হবে কিনা, আগামী শনিবার তা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সিদ্ধান্ত হবে। গত ২৪ মার্চ ভারত জুড়ে ২১ দিনের লকডাউন দেন মোদী।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভাইরাসটিতে বুধবার দুপুর সোয়া ২টা পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৩৪ হাজার ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ১৪৮ জন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজার ৪৬৫ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ১০ লাখ ৪৯ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে ১০ লাখ ১ হাজার ৮০৯ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৪৭ হাজার ৯৩১ জনের অবস্থা গুরুতর।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এইচজে