ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে করোনা আক্রান্ত বেড়ে প্রায় ১০ হাজার, মৃত্যু ৭১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
ইসরায়েলে করোনা আক্রান্ত বেড়ে প্রায় ১০ হাজার, মৃত্যু ৭১

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে ইসরায়েলে করোনা আক্রান্তের সংখ্যা  দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে দেশটিতে এ সংখ্যা ১০ হাজারের ঘরের দিকে ছুটে চলেছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১ জনের। 

বুধবার (এপ্রিল 8) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪০৪ জনের।

সর্বসশেষ ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।   

আক্রান্তদের মধ্যে ১৪৭ জনের অবস্থা গুরুতর। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৮০১ জন সুস্থ হয়েছেন।  

এদিকে এ পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে বর্তমানে লকডাউন চলছে।  

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভাইরাসটিতে বুধবার দুপুর সোয়া ২টা পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৩৪ হাজার ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ১৪৮ জন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজার ৪৬৫ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ১০ লাখ ৪৯ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে ১০ লাখ ১ হাজার ৮০৯ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৪৭ হাজার ৯৩১ জনের অবস্থা গুরুতর। যদিও এই সময়ের মধ্যে মৃত ও আক্রান্তের সংখ্যা আরও অনেক বেড়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।