ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবার পার্টির শ্যাডো কেবিনেটে টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
লেবার পার্টির শ্যাডো কেবিনেটে টিউলিপ

ঢাকা: বঙ্গবন্ধুর নাতনি যুক্তরাজ্যের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিক এমপি লেবার পার্টির শ্যাডো কেবিনেটে স্থান পেয়েছেন। এখন থেকে এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন অ্যান্ড অ্যার্লি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করবেন টিউলিপ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পূর্ণাঙ্গ শেডো কেবিনেট গঠন করেছেন লেবার পার্টির নবনির্বাচিত লিডার স্যার কিয়ার স্ট্যারমার। শেডো কেবিনেটে স্থান পেয়েছেন লিডারশিপ প্রতিদ্বন্দ্বী লিসা নন্দা, রেবেকা লং বেইলি, এমিলি থর্নবারি ও জেসিকা ফিলিপ।

গত ৪ এপ্রিল লেবার পার্টির লিডারশিপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। পর্যায়ক্রমে শ্যাডো কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করেন স্যার কিয়ার স্ট্যারমার।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।