ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনা ভাইরাসের হানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে করোনা ভাইরাসের হানা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। ছবি: সংগৃহীত

ইয়েমেনে প্রথম একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দেশটির জাতীয় জরুরি কমিটির বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক টুইটে কমিটি জানায়, দেশটির হাদরামৌত গভর্নরেটে শনাক্ত ওই রোগী স্থিতিশীল রয়েছেন এবং তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ওই রোগী ইয়েমেনের নাগরিক এবং আশ শিহর বন্দরের একজন কর্মী।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন যে করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে আগেই সতর্ক করেছিল জাতিসংঘ।

এদিকে বুধবার (০৮ এপ্রিল) ইয়েমেনে হুতি বাহিনীর সঙ্গে পাঁচ বছর ধরে চলা লড়াইয়ে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। গত মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।