এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় প্রায় এক লাখের মতো মানুষের প্রাণহানি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ সংখ্যা প্রায় ৯৭ হাজার।
শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আক্রান্ত দেশগুলোর মধ্যে ভুক্তভোগীর তালিকায় শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৫শ’রও বেশি। এরপরই আছে স্পেন। এখানে শনাক্ত করা হয়েছে ১ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষকে। ১ লাখ ১৮ হাজারের বেশি শনাক্ত নিয়ে পরেই আছে ফ্রান্স। ১ লাখ ১৮ হাজারেরও বেশি শনাক্ত নিয়ে তালিকায় এরপর আছে জার্মানি। এছাড়া চীন, ইরান ও যুক্তরাজ্যে ৮২ হাজার, ৬৬ হাজার ও ৬৫ হাজারেরও বেশি আক্রান্তকে শনাক্ত করা হয়েছে।
খবরে বলা হয়, করোনায় শনাক্তদের মধ্যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজারের মতো মানুষ সেরে উঠেছেন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এইচজে