শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেক এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স তাদের পরিসংখ্যানে জানায়, শেষ ২৪ ঘণ্টায় ১হাজার ৭৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে সরকারি হিসেবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৮ জনে।
ইতালির পর এটিই কোনো দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এর আগের দিন যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার ৯৭৩ জনের মৃত্যু হয়। সেই তুলনায় শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের ভর্তির সংখ্যাও তুলনামূলক কিছুটা কম।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এইচজে