ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইরাকি গোয়েন্দাপ্রধান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইরাকি গোয়েন্দাপ্রধান! ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালেহের সঙ্গে মুস্তাফা আল-কাজেমি

ইরাকে দেশটির ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিসের প্রধান মুস্তাফা আল-কাজেমিকে প্রধানমন্ত্রীর পদে নতুন মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট বাহরাম সালেহ। এর আগের মনোনীত আদনান আল-জুরফি মন্ত্রীসভা গঠন করতে না পারায় পদত্যাগের পর তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

শুক্রবার (১০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর মধ্য দিয়ে এক বছরে ইরাকের প্রধানমন্ত্রীর পদে পরপর তিনজনকে মনোনয়ন দেওয়া হলো।

মুস্তাফা আল-কাজেমিকে এখন ৩০ দিনের মধ্যে তার মন্ত্রীসভা গঠন করতে হবে এবং তা অনুমোদনের জন্য দেশটির পার্লামেন্টে উপস্থাপন করতে হবে।

এর আগে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদনান আল-জুরফি মন্ত্রীসভা গঠন করতে না পারায় পদত্যাগ করেন।

পদত্যাগের পর নিজের ফেসবুক পেজে আল-জুরফি বলেন, ‘অভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন ইস্যুর কারণে নতুন সরকার গঠন ব্যর্থ হয়েছে। তবে এটি পার্লামেন্টে আমার বর্তমান অবস্থান থেকে জনগণকে সেবা দেওয়া থেকে আমাকে বিরত রাখতে পারবে না। ’

তার আগে ইরাকের সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মদ তওফিক আলায়ীকে মন্ত্রীসভা গঠনের দায়িত্ব দেওয়া হলে তিনিও মন্ত্রীসভা গঠনে ব্যর্থ হন।

২০১৯ সালের অক্টোবরে কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার ব্যবস্থার দাবিতে ইরাকের সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি পদত্যাগ করেন।

পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আদেল আবদুল মাহদি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।