রয়টার্স জানায়, শনিবার (১১ এপ্রিল) বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে লকডাউনের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেন মোদী। তবে কতদিন পর্যন্ত এ লকডাউন বাড়ানো হবে তা স্পষ্ট করেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে ভারতে লকডাউনের সময়সীমা বাড়ানোর এ ঘোষণাকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ সিদ্ধান্তকে যথাযথ বলে উল্লেখ করেন তিনি।
কেজরিওয়াল লেখেন, লকডাউন যদি তুলে নেওয়া হয়, তাহলে সব হারাবে। করোনা ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়ানো গুরুত্বপূর্ণ।
এর আগে ২১ দিন সারা ভারত লকডাউনের ঘোষণা দেন মোদী। ওই লকডাউনের মেয়াদ আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) শেষ হবে। এরই মাঝে নতুন করে এর সময়সীমা বাড়ানোর ঘোষণা এলো। যদিও লকডাউনের ফলে অসহায় হয়ে পড়েছে দেশটির লাখ লাখ খেটে খাওয়া মানুষ।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২০
এইচজে