ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাড়ছে লকডাউনের সময়সীমা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ভারতে বাড়ছে লকডাউনের সময়সীমা 

করোনা পরিস্থিতিতে ২১ দিন লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রয়টার্স জানায়, শনিবার (১১ এপ্রিল) বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে লকডাউনের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেন মোদী। তবে কতদিন পর্যন্ত এ লকডাউন বাড়ানো হবে তা স্পষ্ট করেননি তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে ভারতে লকডাউনের সময়সীমা বাড়ানোর এ ঘোষণাকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ সিদ্ধান্তকে যথাযথ বলে উল্লেখ করেন তিনি।   

কেজরিওয়াল লেখেন, লকডাউন যদি তুলে নেওয়া হয়, তাহলে সব হারাবে। করোনা ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়ানো গুরুত্বপূর্ণ।  

এর আগে ২১ দিন সারা ভারত লকডাউনের ঘোষণা দেন মোদী। ওই লকডাউনের মেয়াদ আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) শেষ হবে। এরই মাঝে নতুন করে এর সময়সীমা বাড়ানোর ঘোষণা এলো। যদিও লকডাউনের ফলে অসহায় হয়ে পড়েছে দেশটির লাখ লাখ খেটে খাওয়া মানুষ।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।