ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেপ্টেম্বরেই আসতে পারে করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
সেপ্টেম্বরেই আসতে পারে করোনার টিকা

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময় অতিবাহিত করছে মানব জাতি। এর চিকিৎসা উদ্ভাবনে দিনরাত কাজ করছেন সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা। এরই মাঝে বিভিন্ন দেশ অনেক দূর এগিয়েও গেছে। তবে সে সব ভ্যাকসিন মানুষের দ্বারপ্রান্তে আসতে অন্তত ১৮ মাস সময় লাগতে পারে বলে জানান বিজ্ঞানীরা। কিন্তু এরই মাঝে নতুন করে আশার খবর শুনিয়েছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। 

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন তারা। করোনা চিকিৎসায় এ ভ্যাকসিন কাজ করবে, এ ব্যাপারে তারা ৮০ ভাগ আত্মবিশ্বাসী।

 
 
শনিবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

করোনার ভ্যাকসিন উদ্ভাবনে যুক্তরাজ্যের একদল গবেষক এরই মাঝে অনেক দূর এগিয়ে গেছেন। ওই দলের নেতৃত্ব থাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই তারা মানুষের ওপর তাদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। সেপ্টেম্বর নাগাদ তা পুরোপুরি প্রয়োগ করা সম্ভব হবে।  

এর আগে গত মাসে ওই ভ্যাকসিন উদ্ভাবনে ২০২০ সালের পুরোটাই লেগে যেতে পারে বলে জানিয়েছিল গবেষক দলটি। সে সময় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, করোনার ভ্যাকসিন তৈরির গবেষণায় যারা এগিয়ে যাবে তাদের অর্থায়ন করবে তারা।  

এরই মাঝে অধ্যাপক গিলবার্ট জানালেন, অত দীর্ঘ সময় নয়, আশা করে হচ্ছে এ বছরের সেপ্টেম্বরেই করোনার ভ্যাকসিন বাজারে আনতে পারবে তারা।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।