ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ্রুত করোনা থেকে সেরে উঠছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
দ্রুত করোনা থেকে সেরে উঠছেন বরিস জনসন

করোনা আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে দেশটির সরকার।  

শনিবার (১১ এপ্রিল) বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।  

যুক্তরাজ্য সরকার জানায়, প্রধানমন্ত্রী খুব দ্রুত করোনা থেকে সেরে উঠছেন।

৩ দিন আগে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বের করা হয়। বর্তমানে তিনি নিজে নিজেই হাঁটাচলা করতে পারছেন। যদিও এখনও তিনি সুস্থতার প্রাথমিক পর্যায়ে রয়েছেন।  

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, বরিস জনসন খুব দ্রুত কভিড-১৯ থেকে আরোগ্য  লাভ করছেন।  

যুক্তরাজ্যে করোনা মোকাবিলায় বরিস জনসন সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন।  এরই মাঝে চলতি মাসের শুরুর দিকে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। বেশ কয়েকদিন বাসায় কোয়ারেন্টিনে থাকার পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেও স্থানান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।