ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনে করোনায় মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
ব্রিটেনে করোনায় মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই

ইতালি-স্পেনে করোনায় মৃত্যুর হার কিছুটা কমতে শুরু করলেও ইউরোপের আরেক দেশ যুক্তরাজ্যে মৃত্যুর হার চূড়ার দিকে অবস্থান করছে। সরকারি হিসেব মতে, দেশটির বিভিন্ন হাসপাতালে শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয় ৯৮০ জনের।

শনিবার (১১ এপ্রিল) যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, নতুন করে মৃতদের মধ্যে ৮২৩ জন ইংল্যান্ডের।

এছাড়া স্কটল্যান্ডের আছে ৪৭ জন।

শনিবার পর্যন্ত দেশটিতে ২ লাখ ৬৯ হাজার ৫৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৮ হাজার ৯৯১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, সরকারি হিসেবে মতে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ লাখেরও বেশি। এর মধ্যে ৩ লাখ ৮৮ মানুষ সেরে উঠেছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।