ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: গত ১ মাসের মধ্যে ১ দিনে সর্বোচ্চ আক্রান্ত চীনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনা: গত ১ মাসের মধ্যে ১ দিনে সর্বোচ্চ আক্রান্ত চীনে

করোনা ভাইরাসের প্রকোপ কমায় ভাইরাসটির সুতিকাগার উহান থেকেও লকডাউন তুলে নিয়েছে চীন। হুবেইসহ গোটা চীন ফিরছিল অনেকটা স্বাভাবিক জীবনযাপনে। কিন্তু রোববার (১২ এপ্রিল) দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০৮ জন, যেটা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১৩ এপ্রিল) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

১০৮ জনের মধ্যে ১০ জন স্থানীয়ভাবে আক্রান্ত, বাকিরা অন্য দেশ থেকে আগত।

তবে এই ১০ জনের মধ্যে নেই হুবেই কিংবা উহানের কেউ। সাতজন উত্তর-পূর্বাঞ্চলের হেইলুংচিয়াং প্রদেশের এবং তিনজন দক্ষিণের গুয়াংডং প্রদেশের। এরা প্রত্যেকে লোকাল ট্রান্সমিশনে আক্রান্ত।

চেনে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার পর মার্চের মাঝামাঝি থেকে নিয়ন্ত্রণে আসতে থাকে। কিন্তু নতুন করে আক্রান্ত বাড়তে থাকায় এটাকে দ্বিতীয় ঢেউ বলেছে চীনা সরকার।

চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ১৬০ জন, মৃত্যু ৩৩৪১। বিশ্বে মোট আক্রান্ত প্রায় সাড়ে ১৮ লাখ। মৃত্যু ১ লাখ ১৪ হাজারের বেশি।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।