ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় আরও ১৫১৪ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় আরও ১৫১৪ মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল ১ হাজার ৯২০ জনের। তার আগের দিন ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারাব। সেই তুলনায় শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুহার কম।  

স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এ তথ্য জানায়।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সর্বশেষ ১৫১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেব মতে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ২০ জনে।

মৃত ও আক্রান্তের দিক দিয়ে সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।  

জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩১৩ জনের।  

শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। মোট আক্রান্ত ১৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৪ লাখ ৩৪ হাজারের মতো মানুষ সুস্থ হয়ে উঠেছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।