ভেঙে পড়েছে স্বাস্থ্য ও অর্থনীতি খাত। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি।
এরই পরিপ্রেক্ষিতে আমেরিকায় ৬ লাখ করোনা শনাক্তকরণ কিট পাঠাচ্ছে মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় যুক্তরাষ্ট্রের জরুরি ব্যবস্থাপনা বিভাগের একটী কার্গো বিমানে এসব কিট পাঠানো হবে।
সোমবার (১৩ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। কূটনৈতিকভাবে সংবেদনশীল বিষয় হওয়ায় নিজের নাম প্রকাশে অনীহা জানান ওই কর্মকর্তা।
এর আগে গত ২৫ মার্চ এক ফোনকলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে করোনার টেস্টিং কিটের জন্য অনুরোধ জানান ডোনাল্ড ট্রাম্প।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সরকারি হিসেব মতে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩১৩ জনের।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এইচজে