ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে ইরানে মৃত বেড়ে ৪৫৮৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
করোনা ভাইরাসে ইরানে মৃত বেড়ে ৪৫৮৫ ছবি: সংগৃহীত

ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন আরও ১ হাজার ৬১৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক টুইটের বরাত দিয়ে সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা মোট ৭৩ হাজার ৩০৩।

তাদের মধ্যে ৪৫ হাজার ৯৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং মারা গেছেন ৪ হাজার ৫৮৫ জন। এক টুইটে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদেহ এ তথ্য জানান।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৭৭ জন গুরুতর অসুস্থ।

করোনা ভাইরাস মহামারিতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।