সোমবার (১৩ এপিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত এলিয়াহু বকশি-ডোরন সাফারদি গোষ্ঠীর প্রধান রাব্বি হিসেবে দায়িত্ব পালন করেন।
এলিয়াহু বকশি-ডোরনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সব সম্প্রদায়ের জন্য তিনি ছিলেন এক পথ প্রদর্শক।
করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার অংশ হিসেবে শীর্ষ এ ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষজনকে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে ইসরায়েল পুলিশ।
শেষ খবর অনুসারে, সোমবার সকাল পর্যন্ত সরকারি হিসেবে ইসরায়েলে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১ হাজার ২৩৫ জনের। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১১ জনের।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এইচজে