সোমবার (১৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। মৃতের হিসেবটি স্থানীয় সময় রোববার বিকেল ৫টার আগের ২৪ ঘণ্টার।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মোট ৮৮ হাজার ৬২১ জনের করোনা শনাক্ত হলো।
এদিকে করোনার ক্রমবর্ধমান প্রকোপে দ্রুত আক্রান্তকে শনাক্ত করতে কিছুদিন আগে দৈনিক ১ লাখ টেস্ট পরিচালনার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য সরকার। সেই লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এরই মাঝে সেখানে বেশ কয়েকটি বড় ল্যাব এ কাজে যুক্ত হয়েছে। এর অংশ হিসেবে সোমবার সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য ১৮ হাজার টেস্ট পরিচালনা করে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এইচজে