ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: চীনে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ২ ভ্যাকসিনের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
করোনা: চীনে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ২ ভ্যাকসিনের অনুমোদন

বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রাণঘাতী করোনার ছোবলে। সারা দুনিয়ার বিজ্ঞানীরা এ ভাইরাসের কার্যকর একটি প্রতিষেধক উদ্ভাবনে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশ প্রতিষেধক আবিষ্কারের পথে অনেক দূর এগিয়েও গেছে। কেউ সম্ভাব্য ভ্যাকসিনের ল্যাবরেটরি টেস্ট চালাচ্ছে তো কেউ প্রাণীর শরীরে প্রয়োগ করছে। সুখবর হলো, এরই মাঝে পরীক্ষামূলক দুটি ভ্যাকসিনকে প্রাথমিকভাবে মানব শরীরে প্রয়োগ করে গবেষণা চালানোর অনুমোদন দিয়েছে চীন।  

মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া এ তথ্য জানায়।  

বেইজিংভিত্তিক সিনোভ্যাক বায়োটেক ও রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশন্যাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সংশ্লিষ্ট উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ওই দুই ভ্যাকসিন তৈরির কাজ করছে বলে খবরে বলা হয়।

 

এর আগে গত মাসে চীন সেনাসংশ্লিষ্ট চায়না অ্যাকাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্সেস ও বায়োটেক ফার্ম ক্যানসিনো বায়ো’কে করোনার আরও একটি পরীক্ষামূলক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেয়।  

অন্যদিকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিরমাতা প্রতিষ্ঠান মডার্নাও মানব শরীরে পরীক্ষামূলক করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। এছাড়া অক্সফোর্ডভিত্তিক এক গবেষকদল চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ করোনার ভ্যাকসিন বাজারে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৭, এপ্রিল ১৪, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।