ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় বৈশ্বিক মৃত্যু সোয়া লাখ ছাড়ালো, শনাক্ত ২০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনায় বৈশ্বিক মৃত্যু সোয়া লাখ ছাড়ালো, শনাক্ত ২০ লাখ

প্রতিদিনই মৃত্যু আর সংক্রমণের নতুন নতুন রেকর্ড গড়ছে প্রাণঘাতী করোনা। এবার তাতে যোগ হয়েছে আরেক ভয়াবহ মাইলস্টোন। মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানাচ্ছে, এ ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে সোয়া লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সর্বশেষ টালিতে জনস হপকিন্স জানায়, করোনায় বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৩৯।

এ সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে অনুসারে এ সংখ্যা এরই মাঝে ১ লাখ ২৭ হাজার ১৫২-রও বেশি।  

করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯৯২ জনের। এরপরই ২১ হাজার ৬৭ মৃত্যু নিয়ে তালিকায় শীর্ষে আছে ইতালি। এরপর স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃতের সংখ্যা যথাক্রমে ১৮ হাজার ২৫৫, ১৫ হাজার ৭২৯ ও ১২ হাজার ১০৭ জন।  

এছাড়া করোনার সূত্রপাত হওয়া চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৪৫। বেশি ভুক্তভোগী দেশগুলোর তালিকায় আরও আছে ইরান, বেলজিয়াম ও জার্মানি।  

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে জানাচ্ছে ওয়ার্ল্ডোমিটার। তাদের মতে, এ সংখ্যা ২০ লাখ ৮ হাজারেরও বেশি। শনাক্তদের মধ্যে প্রায় ৪ লাখ ৮৬ হাজার ৫০০ মানুষ সেরে উঠেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।