ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা

যুক্তরাজ্যে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আরও ৭৬১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
যুক্তরাজ্যে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, আরও ৭৬১ মৃত্যু

যুক্তরাজ্যে করোনার প্রকোপ এখন শীর্ষ পর্যায়ের দিকে অবস্থান করছে। প্রতিদিনই এখানে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সর্বশেষ খবর অনুসারে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার আগের ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে এ ভাইরাসে নতুন করে আরও ৭৬১ জনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
 
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ ৭৬১ জনের মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেবে মতে যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৮ জনে।

 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য মতে, যুক্তরাজ্যে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবে। কেননা বয়স্কদের বিভিন নার্সিং হোম ও বৃহত্তর সমাজে আরও অনেক মৃত্যু হচ্ছে।  

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, মঙ্গলবার সকাল ৯টার আগ পর্যন্ত দেশটিতে মোট ৩ লাখ ১৩ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৮ হাজার ৪৭৬ জনের করোনা পজিটিভ এসেছে।  

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে অনুসারে, করোনায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৯ হাজারের মতো। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২৪ হাজারের বেশি মানুষের। এর মধ্যে প্রায় ৪ লাখ ৯৩ হাজারের মতো মানুষ সেরে উঠেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।