শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার আগ পর্যন্ত দেশটিতে মোট ৩ লাখ ৪১ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য মতে, যুক্তরাজ্যে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবে। কেননা বিভিন্ন নার্সিং হোমে থাকা বয়স্করা ও এর বাইরেও বৃহত্তর সমাজে সম্ভাব্য আরও অনেক করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের তথ্য মতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২১ লাখ ৮২ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। সেরে উঠেছেন ৫ লাখ ৬০ হাজারের বেশি।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এইচজে