শনিবার (১৮ এপ্রিল) নিজের টুইটে তিনি এ কথা বলেন। আরও বলেন, সংকটের এই সময়ে দেশের বিশেষজ্ঞদের বিশাল পুল ব্যবহার করে উদ্ভাবনী সমাধান করা দরকার।
এর দুইদিন আগে ৪৯ বছর বয়সী এই এমপি একটি ভিডিও অ্যাপের মাধ্যমে সংবাদমাধ্যমে বলেছিলেন, দেশব্যাপী কেবল একটি লকডাউন প্রাণঘাতী করোনা ভাইরাসকে থামিয়ে দেবে। কিন্তু এটি এই ভাইরাস পরাস্ত করবে না। কোনোভাবেই কোনো লকডাউন ভাইরাসকে পরাস্ত করতে পারে না। এটি কেবল অল্প সময়ের জন্য ভাইরাসকে থামিয়ে দিতে সহায়তা করে। এটি পরাস্ত করার একমাত্র উপায় পরীক্ষা বৃদ্ধি করা।
রাহুল আরও বলেছিলেন, বর্তমানে দেশে পরীক্ষার মাত্রা খুবই কম। আমি পরীক্ষার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করছি। রাজ্যগুলোকে তাদের লড়াইয়ে সহায়তা করার জন্য কৌশলগতভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষার ব্যবহার করুন। আর আরেকটা কথা। এটাকে সমালোচনা হিসেবে নেবেন না।
অবশ্য তার এই কথার পরে ভারত সরকার দেশব্যাপী করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা ব্যাপক হারে বাড়িয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রথমবারের মতো ভারতজুড়ে ৩০ হাজারের বেশি মানুষের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। শুধু তা-ই নয়, এ সপ্তাহের মধ্যে দেশজুড়ে আরও বেশকিছু করোনা পরীক্ষাগার চালু করা হবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
টিএ