ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ৪১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ৪১০ ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে মৃত্যুর হার কমছে স্পেনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১০ জন, যা গত প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু।

রোববার (১৯ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের  বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ৪১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগের দিন অর্থাৎ শনিবার (১৮ এপ্রিল) মৃত্যু হয়েছিল ৫৬৫ জনের। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২০ হাজার ৪৫৩ জন।

২২ মার্চের পর রোববার সবচেয়ে কম মানুষ মারা গেছেন। এর আগে ২ এপ্রিল সর্বাধিক ৯৫০ জনের মৃত্যু হয়। মার্চের মাঝামাঝি সময় থেকে কড়া লকডাউনে যায় স্পেন। এতে ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু কমতে শুরু করেছে।

রোববার পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ২১৮ জন।

শনিবার প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তিনি লকডাউনের সময়সীমা আরও ১৫ দিন অর্থাৎ ৯ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেবেন সংসদে। তবে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। যেমন, স্বল্প সময়ের জন্য শিশুদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।