ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৬ ছবি: সংগৃহীত

কানাডার পূর্বাঞ্চলে নোভা স্কশা প্রদেশে পুলিশের পোশাক পরিহিত এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

কানাডিয়ান পুলিশের বরাত দিয়ে সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এ ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে এক নারী পুলিশ সদস্যও রয়েছেন।

আহত ও নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) এ হামলা শুরু হলে পোর্টাপিক নগরের বাসিন্দাদের ঘরের দরজা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলা হয়। ১২ ঘণ্টার ধরপাকড় হামলাকারীর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।

পুলিশ জানায়, হামলাকারীকে পুলিশের একটি গাড়ি চালাতে দেখা গেছে। নোভা স্কশার বিভিন্ন স্থানে মানুষকে লক্ষ্য করে তিনি গুলি ছোড়েন।

বন্দুকহামলায় নিহত নারী পুলিশ হেইডি স্টিভেনসন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কনস্টেবল। তিনি ২৩ বছর আরসিএমপিতে কাজ করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে নোভা স্কশার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল বলেন, ‘আমাদের প্রদেশটির ইতিহাসে এটি সবচেয়ে অর্থহীন হিংসাত্মক ঘটনাগুলোর একটি। ’

পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। তার বয়স ৫১ বছর। তিনি আরসিএমপির কর্মী নন কিন্তু হামলার সময় ‘খুব সম্ভবত’ এর ইউনিফর্ম পরিহিত ছিলেন।

তবে ওই বন্দুকধারী কীভাবে মারা গেলেন তার বিস্তারিত জানায়নি পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।