ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
করোনা: একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ভারতে

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। একদিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৫৫৩ জন। 

সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৬ জন।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৩ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২৬৫। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত সবশেষ তথ্য এটি।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫শ ৪৭ জন। করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে নতুন রোগী শনাক্তের সংখ্যাও প্রতিদিন বাড়ছে।

ভারতীয় মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত দেশটিতে পরীক্ষা করা হয়েছে মোট ৪ লাখ ১ হাজার ৫৮৬টি নমুনা। এখন দিনে ৩০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করছে দেশটি। সংক্রমণের দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র ও গুজরাট।

বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ছাড়িয়েছে ২৪ লাখ। মৃত্যু ১ লাখ ৬৫ হাজার। সুস্থ হয়েছে ৬ লাখের বেশি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।