ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৫৬৮৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
করোনায় আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৫৬৮৩ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলজিয়ামে এখন পর্যন্ত ৫ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। দ্রুতই বাড়ছে নতুন শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা।

সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ব্রাসেলস টাইমস’ এ তথ্য জানায়।

দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (১৯ এপ্রিল) ২৩০ জনের মৃত্যুর খবর জানায় কর্তৃপক্ষ।

এর আগেরদিন মৃত্যু হয় ২৯০ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৬৮৩ জন।

মৃতদের অর্ধেকই রিটায়ারমেন্ট হোমে বাস করতেন। তাদের চার শতাংশ শনাক্ত কোভিড-১৯ রোগী এবং ৯৬ শতাংশ সন্দেহভাজন রোগী।

এ রোগে হাসপাতালে মারা যাওয়া অধিকাংশই অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষ। এর কারণ হিসেবে রিটায়ারমেন্ট হোমগুলোতে শুরু থেকেই যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং পরীক্ষা ও সুরক্ষা সরঞ্জামের অভাবকেই দায়ী করছে সরকার।

ইউরোপের এ দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ৩৮ হাজার ৪৯৬।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।