ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সেও করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সেও করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়ালো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে সব দেশেই এখন পর্যন্ত চূড়ান্ত রুদ্ররূপ ধারন করতে পারেনি এ ভাইরাস। কিছু কিছু দেশে রীতিমতো মৃত্যু আর সংক্রমণের ঝড় বইয়ে দিয়েছে। সবচেয়ে ভুক্তভোগীদের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্স। 

তবে কেবলমাত্র ফ্রান্স বাদে বাকি তিন দেশ অনেক আগেই করোনায় মৃত্যুর দিক দিয়ে ২০ হাজারের ভয়াবহ মাইলফলক পেরিয়ে গেছে। দেখতে না দেখতে এবার ফ্রান্সও সেই দলে জায়গা করে নিলো।

দেশটিতে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আরও ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে সরকারি হিসেবে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ২৬৫ জনে।  

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

ফ্রান্সের পাবলিক হেলথ চিফ জেরোমে সালোমন এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ শতাংশ বেড়েছে।  

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুসারে ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মদহ্যে প্রায় ৩৮ হাজার সেরে উঠেছেন। গুরুতর অবস্থায় আছেন সাড়ে ৫ হাজারেরো বেশি রোগী।  

এদিকে দীর্ঘ লকডাউনের ফলে কিছু সুখবরও পাওয়া যাচ্ছে। টানা ১২ দিন ধরে ফ্রান্সে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে। দেশটি ধীরে ধীরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে আনতে পারছে বলে মনে করা হচ্ছে।  

জন হপকিন্সের টালি অনুসারে বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজারেরও বেহসি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২৪ লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষের। এসব সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।